শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল দশটায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক বান্ধব কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। আরো বক্তব্য রাখেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ জাতীয়বাদী দল শরণখোলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। এ উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন,বিএনপি নেতা বিপ্লব তালুকদার। পরে অতিথিবৃন্দ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ২০ স্টল পরিদর্শন করেন।