শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি বাহিনীর বর্বর হামলা নারী শিশুসহ হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদে শরণখোলা উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চারটি ইউনিয়ন থেকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটির রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের মেয়ে এডভোকেট ফারহানা জাহান তালুকদার নিপা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খানমতিয়ার রহমানের সহধর্মিনী আঞ্জুমান আরা আলো, উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন, খোন্তাকাটা ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাজাহান, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন, বিএনপি নেতা কাউসার হোসেন, অধ্যাপক শামীম হাসান বাদল, মোল্লা মিজানুর রহমান, আবু হানি হাওলাদার , যুবদলের সদস্য সচিব আল আমিন খান, যুবনেতা মাসুম জোমাদ্দার, আবু জাফর, আবুল হোসেন, ছাত্রদল নেতা মামুন গাজী, সোহাগ তালুকদার ও রবিউল ইসলাম। সভায় বক্তারা অনতিবিলম্বে জাতিসংঘের মাধ্যমে গাজায় অসুস্থদের চিকিৎসা, খাদ্য সরবরাহ চালু রাখা ও নেতানিয়াহু সরকারকে এই বর্বর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহ কে ইজরায়েলী পণ্য বয়কটের অনুরোধ জানানো হয়েছে।