আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। টিপু সুলতান (৩৫) আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামের হারুন অর রশিদের ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গা থানার এস আই সুকান্ত দাস ও তিয়রবিলা ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ আলমডাঙ্গা উপজেলার তালুককররা গ্রামে শুক্রবার অভিযান চালিয়ে টিপু সুলতান (৩৫) কে গ্রেফতার করে। এ সময় তার ক্ষেত থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।