নিজস্ব প্রতিবেদক: মূল্য তালিকা প্রদর্শন না করায় যশোরের ঝিকরগাছা বাজারের মেসার্স ডাউল ও লয়েল মিল থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শনিবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ঝিকরগাছা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স ডাউল ও লয়েল মিল তদারিক করে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।