বাগেরহাট প্রতিনিধি : রামপালে ঘের দখল ও লুটপাটের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মৎস্যঘের ব্যবসায়ীর ভাই কামরুল ইসলাম।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, রামপাল উপজেলার পেড়িখালী পশ্চিম বিলে কাটাখালি খালে দক্ষিণ পাশে তার ভাই মহসিন বাদশার নিজস্ব ও নগদ জমায় বন্দোবস্ত নেয়া প্রায় ৪০ একর জমিতে ১৯৯৫ সাল হতে মৎস্য চাষ করছেন। গত ৯ এপ্রিল গভীর রাতে মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ ইজারাদার, মুক্ত ঠিয়াল, হাফিজ লাঠিয়াল, জিয়া শেখ,ইদ্রিস হাওলাদারসহ ১০/১৫ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে মৎস্য ঘেরের পাহারাদার শহিদুল ইজারাদার, রুহুল আমিন ও আ. সবুর গাজীকে মারপিট করে মৎস্য ঘের থেকে বরে করে দিয়ে ঘেরে পালিত ৩৮ গাড়োল, একটি নৌকা, সোলারের ১২ ভোল্টের ব্যাটারি, মাছ ধরা ৩টি ঝাকি জাল, একটি টচ লাইট, ২ টি দা, ১৫ কেজি চাল, ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি মাছ লুট করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৭৪ হাজার ৫শ’ টাকা। এসকল সন্ত্রাসী ও লুটপাটকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। ঘের দখল ও লুটকারীদের সবাই রামপাল পেড়িখালী এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মহাসিন বাদশার স্ত্রী নুরুন্নাহার আক্তার রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয় ।