Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে খানজাহান মাজারের ৫৫৩ বছরের ঐতিহ্যবাহী মেলা শুরু

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৮:২৭ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফ প্রাঙ্গনে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক মেলা। প্রতি বছর বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথীতে বসা এই মেলার এবার ৫৫৩ বছর পর্দাপন করছে। প্রতি বছরের ন্যায় এবারও হযরত খানজাহান (রহ.) মেলা উপলক্ষে তার ভক্ত-আশেকানসহ দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক মাজার শরীফের জড়ো হয়েছেন। ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণের আশায় হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত ও দীঘিতে গোসলসহ মানত পূরণ করছেন। অনেকে খানজাহানের গান ও কাওয়ালী গেয়ে দিনপার করছেন। ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক মেলা উপলক্ষে মাজার শরীফ প্রাঙ্গনে খাবারসহ বিভিন্ন দেশীয় পণ্যের কয়েক শত দোকান বসেছে। রোববার সন্ধ্যায় শেষ হবে এই মেলা। মেলা উপলক্ষে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফ প্রাঙ্গনকে তিনস্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃংঙ্গলা রক্ষা বাহিনীর সদস্যরা।
শুক্রবার সকাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হযরত খানজাহানের (রহ.) মেলায় অংশ নেয়া হাজার হাজার ভক্ত আশেকনসহ পর্যটকদের অনেকে জানান তারা হযরত খানজাহানের (রহ.) ভালবাসার জন্য প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথীতে ৩দিনব্যাপী মাজার শরীফের মেরায় অংশ নিয়ে থাকেন। মনোবাসনা পূরনে নামাজ ড়েন, রোজা রাখেন, মানত পূরন করেন।
হযরত খানজাহান (র.) মাজার শরীফের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, চৌদ্দশ খ্রিষ্টাব্দে হযরত খানজাহান (র.) বাগেরহাটে আসেন। ৫৫২ আগে থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথীতে মাজারের বার্ষিক মেলায় দেশি-বিদেশের হাজার হাজার ভক্ত ও আশেকানসহ পর্যটকদের সমাগম ঘটে। এই মেলার এবার ৫৫৩ বছর পর্দাপন করছে। সেই থেকে ধারাবাহিক ভাবে এটি চলে আসছে। হযরত খানজাহানের (রহ.) ভক্ত ও আশেকানরা এখানে এসে মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। তারা মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন। এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়। বার্ষিক মেলা উপলক্ষে মাজার শরীফ প্রাঙ্গনে খাবারসহ বিভিন্ন দেশীয় পন্যের কয়েক শত দোকান বসেছে। ঐতিহ্যবাহী এই মেলায় কোন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তিনস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)