প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার সকাল ১০ টায় নাট্যকলা সংসদের ভূপতিমঞ্চে দ্যোতনা সাহিত্য পরিষদ আয়োজিত বর্ষ বিদায় ১৪৩১ এবং বর্ষ বরণ ১৪৩২ উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। সংগঠনের সম্পাদক কবি শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কবি ও মুক্তিযোদ্ধা আহাদ আলী, কবি মোকাররম হোসেন, লেখক ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি বকুল হক, কবি মফিজুল ইসলাম ও হাসান হাফিজুর রহমান। আলোচক ছিলেন কবি গোলাম মোস্তাফা মুন্না, কবি গাজী শহীদুল ইসলাম, কবি এম এ কাসেম অমীয়, এম এন এস তুর্কী। কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন কবি মুজিবুর রহমান, কবি এড মাহমুদা খানম, কবি রাবেয়া খানম, কবি সানজিদা ফেরদৌস, কবি শরীফ হোসেন ধীমান প্রমুখ।