Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সাহিত্য পরিষদে শুরু হলো ‘সাহিত্য আসর’

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:০০:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সাহিত্য পরিষদে শুরু হয়েছে ‘সাহিত্য আসর’। শুক্রবার বিকেলে পরিষদের নিজস্ব কার্যালয়ে সাহিত্যচর্চা নিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মফিজুর রহমান রুন্নু।
যশোর সাহিত্য পরিষদের প্রাণ পুরুষ বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী মাজেদ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর।
সাহিত্য আসরে কবিতা উপস্থাপন করেন এবং আলোকপাত করেন যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, কবি কাজী লুৎফুন্নেছা, দারা মাহমুদ, হারুন অর রশিদ, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, নান্নু মাহবুব, মাহমুদা রিনি, উত্তম চক্রবর্তী, মিলন রহমান, সাদি তাইফ, শাহিদুর রহমান, এমএনএস তুর্কি, অপু দেবনাথ, আরশি গাইন, মোজাই জীবন সফরি, মামুন আজাদ প্রমুখ।
সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, ছড়াকার রিমন খাঁন, শামিমা ইয়াসমিন শম্পা, বিদ্যুৎ দে, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল, দীপঙ্কর অধিকারীসহ বেশ কয়েকজন কবি, সাহিত্যিক ও ছড়াকার এ সময় উপস্থিত ছিলেন।
বিকেল থেকে সন্ধ্যা গড়ানোর পরও সাহিত্য আসরে সকলেই ছিল প্রাণবন্ত। কার্যালয়টি পুনরুদ্ধারের পর যশোর তথা দেশের প্রাচীনতম কবিদের এই সংগঠন যশোর সাহিত্য পরিষদ এই সাহিত্য আসর করার মধ্য দিয়ে নতুন করেই জেগে উঠলো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)