দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় কেমিস্টস সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেবহাটা রুপসী ম্যানগ্রোভে এই কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত হয়। বিসিডিএস দেবহাটা উপজেলার সভাপতি দেব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ঔষধ পরিদর্শক বাশারাফ হোসেন।
বিসিডিএসের দেবহাটা উপজেলার কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক রাজু ও মেহেদী হাসান কাজলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বিসিডিএসের কেন্দ্রীয় পরিচালক ও সাতক্ষীরা জেলার সভাপতি আলহাজ দ্বীন আলী। বিশেষ অতিথি ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির জেলা সহসভাপতি সিদ্দিকুর রহমান, কলারোয়া উপজেলার সিনিয়র সহসভাপতি কাজী ছামছুর রহমান, জেলা সদস্য আবু হোসেন খোকন, মিজানুর রহমান ও জালালউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি হামিদুল ইসলাম, সহসভাপতি আলহাজ শেখ হুমায়ুন কবির শিমুল, তালা উপজেলা সভাপতি আনিসুর রহমান, দেবহাটা উপজেলা সহসভাপতি শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা সদস্য আশরাফুল আলম প্রমুখ।