দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ফিলিস্তিনে গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন সজল, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক অহেদ আলী ও রাকিব হোসাইন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং পারুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল রানা ও তৌফিক হোসেন।