বাগেরহাট প্রতিনিধি: চিতলমারী উপজেলা সদরে মাইশা টাওয়ার নামে একটি ভবনে সোমবার সকাল ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪ ঘণ্টা ধরে চেষ্টার পর দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানো ও উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় ফায়ার সার্ভিস সদস্য অনিক আহত হয়েছেন।
মাইশা টাওয়ার ৫ তলা ভবনে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও ব্যাংক এশিয়াসহ চার ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, ৫ তলায় একটি বাসা রয়েছে। এছাড়া নিচতলায় থাকা গার্মেন্টেস, প্রসাধনী, প্লাস্টিকের দোকানসহ অন্যান্য দোকানসহ কয়েকটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি টাকার উপরে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।