আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার শূরা সদস্যদের নিয়ে গতকাল বিকেল ৪ টায় উপজেলা কার্যালয়ে মজলিশে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী দিনে এদেশের জনগণ তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে যে তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। এই সমাজের প্রতিটি রন্ধে রন্ধে সুদ-ঘুষ, দুর্নীতি ছেয়ে আছে তাই সকল জায়গায় অন্যায়-জুলুম নির্যাতন বন্ধের জন্য সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। অধিবেশনে বিগত ৩ মাসের বৈঠকগুলোর কাজের পর্যালোচনা করে বিবরণী পাঠ, অনুমোদন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাপ্ত করা হয়। অধিবেশনটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটার সেক্রেটারি মুহা. মামুন রেজা।