শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় শরণখোলা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে কলেজ প্রতিষ্ঠার ৪৭ বছর পর পুনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে র্যালি শেষে কলেজ মিলনায়তনে পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও উদযাপন কমিটির সদস্য সচিব আঃ মালেক রেজা ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা সরকারি কলেজের সাবেক গভর্নিং বডি সদস্য ও সাবেক চেয়ারম্যান খান মতিউর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম মীর, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান তাজ, প্রতিষ্ঠাতা সহযোগী সদস্য মোঃ গাউসুল হক হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরণখোলা সরকারি কলেজের সরকারি অধ্যাপক ও প্রাক্তন ছাত্র শামীম হাসান মিঠু, প্রাক্তন ছাত্র ও প্রধান শিক্ষক আবুল কালাম মীর, প্রাক্তন ছাত্র ও প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র আফজাল হোসেন মানিক, প্রাক্তন ছাত্র মহিউদ্দিন বাদল, গভর্নিংবডির সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র কাওসার হোসেন, প্রাক্তন ছাত্র প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, খুলনাস্থ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন ছাত্র বেলায়েত হোসেন মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও প্রাক্তন ছাত্র শামীম হোসেন সুজন , প্রাক্তন ছাত্র ইকবাল হোসেন ও মনিরুজ্জামান জামান। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা স্মৃতিচারণ করেন।