Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় সবজি চাষির জমির মাটি কেটে নেয়ার অভিযোগ

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:২৯:৪০ পিএম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার দুর্লোভপুর গ্রামের এক সবজি চাষির জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে জীবননাশের হুমকির মুখে তিনি। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা দৈনিক স্পন্দন অফিসে এসে দুলোর্ভপুর গ্রামের সবজি চাষি আব্দুল মজিদ এক লিখিত অভিযোগে এ কথা বলেন।

এলকাবাসী ও সবজি চাষি আব্দুল মজিদ জানান, ৫ বছরের জন্য জমিটি একই গ্রামের এজাজুল নামে এক ব্যক্তির নিকট মুরগি খামার করার জন্য টাকার বিনিময়ে বর্গা প্রদান করেন। সময় মত এজাজুল সকল টাকাপয়সা পরিশোধ করে চুক্তিনামা ফেরৎ দেন। বর্তমান খামারটি পরিত্যক্ত অবস্থায় আছে। দরিদ্র সবজি চাষি রোজার মাসে সারাদিন সবজিক্ষেতে কাজ করতেন। ঈদের পর খবর পেয়ে নিজের জমিতে গেলে মাটি কাটতে দেখে প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় উল্টো মজিদকে মারতে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এদিকে  আব্দুল মজিদ গ্রামে একা তার বড় ছেলে বা আত্বীয়স্বজন না থাকায় তিনি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করার চেষ্টা করছেন। সাথে সাথে মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)