Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় নবীন ডাক্তার, ইঞ্জিনিয়ার ও মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৪৬:৫৫ পিএম

 

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতি ও গোবিন্দপুর সোনালী সংঘের উদ্যোগে নবীন ডাক্তার ইঞ্জিনিয়ার ও মেধাবী কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 গত ২ এপ্রিল দুপুর দুইটার দিকে আলমডাঙ্গা হাজি মোড়ে  লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল প্রদান উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনা বন্ধু  সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল হক মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার লিয়াকত আলী। প্রধান বক্তা ছিলেন ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মোহাম্মদ আল মামুন রেজা, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জুনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আইসিটি অধিদপ্তরের আইসিটি অফিসার তানভীর আহমেদ, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, প্রভাষক ও আলমডাঙ্গা একাডেমীর পরিচালক মো: আব্দুল হাই, হারদী জোহা কলেজের প্রভাষক মনিরুজ্জামান, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হুমায়ুন কবির, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ারুজ্জামান। মোহনা বন্ধু সমিতির সাধারণ সম্পাদক ও গোবিন্দপুর সোনালী সংঘের সভাপতি শামসুজ্জোহা সাবুর পরিচালনায় বক্তব্য রাখেন গোবিন্দপুর সোনালী সংঘের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মুকুল, ছাত্র অভিভাবক অভিভাবক মোখলেসুর রহমান, সরকারি কলেজের প্রভাষক গোলাম মোস্তফা,কৃতি শিক্ষার্থী শাহরিয়ার রহমান সৌরভ, তানভীর আহমেদ প্রমুখ।

২০২৪-২০২৫ সেশনের ১৫ জনকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মেডিকেলের মেধাবী ১১ কৃতি শিক্ষার্থীরা হলেন হামিম রেজা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তাসনিমুল ফেরদৌস তানভীর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তানভীর আহমেদ,খুলনা মেডিকেল কলেজ। নানজিবা বাইসা সিন্হীয়া, খুলনা মেডিকেল কলেজ।হুমায়রা ইয়াসমিন হাসু, শের ই বাংলা মেডিকেল কলেজ। আফিয়া নূর অন্তি, দিনাজপুর মেডিকেল কলেজ। রাশেদুজ্জামান আলভি, যশোর মেডিকেল কলেজ। এহসানুল হক বাঁধন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। নুসরাত জাহান নিতু, কুষ্টিয়া মেডিকেল কলেজ। মাহফুজ হোসেন, নওগাঁ মেডিকেল কলেজ। নিশি সুলতানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ। ইঞ্জিনিয়ারিং এ ৩ জন তারা হলেন জুবায়ের আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আতিকুজ্জামান নাভিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আসফি অরণ্য, রাজশাহী  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং সামিয়া আরেফিন আজমি, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এদের সবাইকে ক্রেস দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক ও অতিথি ও বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শুধু বিশ্ববিদ্যালয় পড়াশোনা নয়, পাশাপাশি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)