Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় আসামি ছাড়িয়ে নিতে হামলায় ৪ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ১৭

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৩:১৮ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় গ্রেফতার হওয়া এজাহারনামীয় আসামী গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাছ শেখকে ছাড়িয়ে নিতে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এই হামলার ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত ইউনিয়ন বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্ল্যা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২), মো. রিয়াজুল ইসলাম (২৯) ও গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাছ শেখ (৪৫)। এরা সবাই ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজী ও মারধর মামলার আসামি গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাছ শেখকে গ্রেফতার করে। এ সময়   বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তাদের অতর্কিত হামলায় এসআই আহমেদ কবির, এএসআই রাকিব মোল্লা ও কনস্টেবল মো. জাহিদুর রহমান ও কনস্টেবল রঞ্জন বিশ্বাস আহত হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান জানান, এজাহারনামীয় আসামি এখলাছ শেখকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। ওই আসামিকে ছাড়িয়ে নেয়ার জন্য গ্রেফতারকৃতরা পুলিশের উপর হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে রাতভর যৌথ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)