এম আলমগীর, ঝিকরগাছা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে পোশাক সামগ্রী উপহার দিয়েছেন বাঁকড়া বাজার কমিটির আহবায়ক ও হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মিজানুর রহমান।
শনিবার (২৯ মার্চ) সকালে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়ি থেকে ২৬শ’ অসহায় পরিবারকে এই পোশাক সামগ্রী উপহার দেয়া হয়। আলহাজ্ব মিজানুর রহমান বলেন হাজিরবাগ, বাঁকড়া, শংকরপুর, নির্বাসখোলা ও হরিহরনগরসহ ইউনিয়নের হত দরিদ্র মানুষকে তাদের যাকাত ফান্ড থেকে পারিবারিক ভাবে প্রতি বছর পোশাক সামগ্রী দিয়ে সহযোগিতা করেন তারা। এরই ধারাবাহিকতায় এবারও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। পোশাক সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস ও ম্যাক্সির কাপড় । পোশাক সামগ্রী বিতরণের সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, আমিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।