বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপতিত্বে বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, কৃষক দলের সভাপতি মশিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ইছা প্রমুখ।