শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা জেরে প্রতিপক্ষরা ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিউটি বেগম নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার পশ্চিম কদমতলা গ্রামের সৈয়দ আলী গাজী, হক গাজীর জমির ক্ষেতে প্রতিবেশী সিদ্দিকুর রহমান ও নাসির হাওলাদার গরু প্রবেশ করে ক্ষেতের ফসল নষ্ট করে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সৈয়দ গাজী, রুহুল আমিন, আঃ রহিম ও রবিউল সহ ১২/ ১৩ জনের একটি সঙ্গবদ্ধ চক্র লাঠি সোটাও লোহার রড নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় একই গ্রামের সিদ্দিকুর রহমান (৬৫), বিউটি বেগম (৫৫), নাসির হাওলাদার (৬০), নান্না মিয়া (৬৭), জাহাঙ্গীর (২০) ও রিপন (২৫) গুরুতর আহত হয়। পরে তাদেরকে চিকিৎসা না নেওয়ার জন্য হুমকি দেয়। এসময় আত্মীয় স্বজনের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে বিউটি বেগম অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশফাক হোসেন বলেন বিউটি বেগম এর মাথায় গুরুতর আঘাত লেগেছে তাকে অক্সিজেন দেওয়া দিয়ে রাখা হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্ররেণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হক গাজী বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন তিনি মারামারি বিষয়টি জানেন না।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, বিষয়টি কেউ তাদের অবহিত করেনি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।