দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান ওরফে আব্দুল মান্নান গাজীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুল মান্নান দক্ষিণ কুলিয়া গ্রামের জামাল গাজীর ছেলে।
দবহাটা থানার ওসি হযরত আলী জানান, পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে দেবহাটার কুলিয়া এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।