কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌর শহরের পূবালী ব্যাংকের সামনে সীমান্ত সুজ নামের দোকানে নামিদামি ব্র্যান্ডের লোগো নকল করে জুতা তৈরির অভিযোগে কারখানা মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ শে মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. জহিরুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ সালের ৫০ ধারায় এবং নকল পণ্য বা উৎপাদন করার অপরাধে সীমান্ত সুজের সত্ত্বাধিকারী দীনু দাসকে ওই জরিমানাসহ কারাদণ্ড প্রদান করেন।
এ সময় স্যান্ডেল তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করার পাশাপাশি জরিমানা করা হয়। একইসঙ্গে ওই কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কর্মকর্তারা বলছে, কারখানায় অবৈধভাবে দেশের নামিদামি ব্র্যান্ডের জুতা নকল করে যশোরের লিবার্টি সুজ, সম্রাট সুজ, অ্যাপেক্স কিংবা বালা নামের জুতা উৎপাদন করা হয়।
অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।