দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্যডিপো ও মৎস্য সেডে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ শনিবার সকালে অভিযান পরিচালনা করে পুশকৃত বাগদা জব্দ করা হয়েছে। এ সময় ডিপো মালিককে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, শনিবার মৎস্য অধিদপ্তরের এফআইকিউসি কর্মকর্তা লিপ্টন সরদার, দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্টরা দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য ডিপো ও মৎস্য সেডে অভিযান পরিচালনা করেন। অভিযানে গাজীরহাট বাজারের বাবর আলীর মালিকানাধীন বিসমিল্লাহ ফিস থেকে ৮ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় মৎস্য ডিপো মালিক বাবর আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আটককৃত পুশ মাছগুলো দেবহাটা শহিদ মিনারের পিছনে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।