Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার  মাহফিল

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১১:৪৪:১০ এম

ফরহাদ খান, নড়াইল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নড়াইলের কালিয়ায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় স্থানীয় পৌর কমিউনিটি চত্বরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ড্যাব ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা ডাক্তার আহমেদ শফিকুল হায়দার পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, বিএনপি নেতা এম. রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু।

এছাড়া বক্তৃতা করেন-কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, জাসাসের জেলা সেক্রেটারি স ম ইকরাম রেজা, কালিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোল্যা বকতিয়ার হোসেন, এফ এম ফেরদৌস মামুনসহ অনেকে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)