দাকোপ প্রতিনিধি : দাকোপে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার মমতাজ বেগম অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা দক্ষিণ জেলার সভাপতি আবুজার গিফারী। দাকোপ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাইদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক জি এম অহিদুজ্জামান, আলহাজ্ব জি এম ইমদাদুল হক, সাবেক সভাপতি উপজেলা ছাত্র শিবির, ছাত্র শিবির খুলনা জেলার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, হাফেজ মোঃ হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি উপজেলা ছাত্র শিবির। দাকোপ উপজেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক মোঃ নাইম বিল্লাহের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদক মোঃ বারিউল ইসলাম, মোঃ আহসান হাবিব, মোঃ আব্দুর রকিব, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।