মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক অলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অডিটরিয়ম কক্ষে মাহে রমজানের তাৎপর্য অলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের জামায়াত ইসলাম মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। বক্তব্য রাখেন সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আবু হুরায়রা দাখিল মাদ্রসার সুপার ও জামায়েত ইসলামের উপজেলা আমীর মাওলানা মো. শাহদাৎ হোসেন, পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, আমতলী মাদ্রসার অধ্যক্ষ মাওলানা বায়েজীদ হোসেন প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মোরেলগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সালাম। ইফতার মাহফিল শেষে এক দোয়ার আয়োজন করাহয়। দোয়া পরিচালনা করেন আমতলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বায়েজিদ হোসেন।