Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে ৬ ঘন্টার ব্যবধানে বিদ্যালয়ে ও বাজারে অগ্নিকাণ্ড

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৪২:৪৭ পিএম

 

সুমন কর্মকার, ফকিরহাট (বাগেরহাট): ফকিরহাটে ৬ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ফকিরহাট বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফকিরহাট ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক ১২টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে ইমরান (৩৫) এর দোকানে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গার্মেন্টস ও সুতার দোকানসহ আশপাশের ৪ দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র তুলে ছিলেন দোকানে। আগুনে পুড়ে যাওয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে । চার দোকানে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

অপরদিকে, উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সন্ধ্যায় আগুন লেগেছে বলে জানায় ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি শাহজাহান মিয়া। খবর পেয়ে একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও স্কুলের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

স্কুলের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও স্কুলের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে। লিখিত প্রতিবেদন তৈরি হয়েছে ও ফকিরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)