লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার (১০ মার্চ) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও লোহাগড়ার সকল স্তরের প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।