মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরায় মহম্মদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট,জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি করেছেন ইটভাটার মালিক সমিতি ও শ’শ শ্রমিকবৃন্দ। এ কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের কাছে স্মারকলিপি তুলে দেন ইটভাটা মালিকরা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে এই মানববন্ধন পালন করেন।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম আজম সাবু।
আরও বক্তব্য রাখেন উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি জাকিরুল ইসলাম, সহসভাপতি মোঃ আইয়ুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরুণ প্রমূখ।