মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সারা বাংলাদেশে ৫৬০ মডেল মসজিদের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মডেল মসজিদ উদ্ধোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় মডেল মসজিদ উদ্বোধন করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মু: আ: আউয়াল হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান। সভাপতিত্ব করেন ইউএনও মো. হাবিবুল্লাহ।
শুভেচ্ছা বক্তব্যে উপপরিচালক জাকির হোসাইন বলেন, ১৭ কোটি টাকা ব্যয়ে এক একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এ মসজিদে ইসলামিক কালচারাল সেন্টার, মহিলাদের পৃথক নামাজের ব্যবস্থা, মৃত ব্যক্তিকে গোসল করানোর ব্যবস্থাসহ বহুবিধ সুবিধা রয়েছে।