Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাধ্যমিকে বই এসেছে অর্ধেকেরও কম

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫০:৫৯ পিএম

* চাহিদা ৪৭ লাখ ৩৯ হাজার ৫৮৬
*পৌঁছেছে ১৯ লাখ ৪৯ হাজার ৬৬৯


মিরাজুল কবীর টিটো : নতুন বছরের দুই মাস পার হতে চললেও যশোরে মাধ্যমিকে বই এসেছে অর্ধেকেরও কম। সব বই না আসায় অনেক বিদ্যালয়ের অষ্টম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এখনো বই পায়নি। নতুন বই ছাড়াই তাদের ক্লাস করতে হচ্ছে। তবে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, রমজান মাসের মধ্যে সব বই এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, যশোর জেলায় মোট বইয়ের চাহিদা ৪৭ লাখ ৩৯ হাজার ৫৮৬। এর মধ্যে বই এসেছে ১৯ লাখ ৪৯ হাজার ৬৬৯ পিস। সেগুলো বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর মধ্যে মাধ্যমিকের বাংলা ভার্সন ষষ্ঠ শ্রেণির ১ লাখ ৭৪ হাজার ৩৬২ বই, সপ্তম শ্রেণির ৬ লাখ ২৭ হাজার ৩২ বই, অষ্টম শ্রেণির ৯২ হাজার ৭৮৮ বই, নবম শ্রেণির ৫ লাখ ২৩ হাজার ৭২২ বই ও দশম শ্রেণির ৫ লাখ ১৬ হাজার ৭৩ বই এসেছে।
ইংরেজি ভার্সনে ষষ্ঠ শ্রেণির ৩ হাজার ২২০ বই, সপ্তম শ্রেণির ৩ হাজার ৮০ বই, অষ্টম শ্রেণির ২ হাজার ৭৩০ বই, নবম শ্রেণির ৩ হাজার ৩৩০ বই ও দশম শ্রেণির ৩ হাজার ৩৩২ বই এসেছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত এ বই এসে পৌঁছাইছে। বইগুলো জেলা শিক্ষা অফিস থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।
সদর উপজেলা বাহাদুরপুর মাদ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ জানান, অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেলেও ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সব বই পায়নি। আর ১০ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কিছু বই পেতে বাকি
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, সরকার যে ভাবে বই পাচ্ছে সেভাবে বই পাচ্ছি। আশা করা যায় রোজার মাসে সব বই হাতে পেয়ে যাবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)