দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলার চালনা পৌরসভার চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইসা বাবুল পিউ ২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দেশব্যাপী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এর আগেও ২০২৩ সালে ৪র্থ শ্রেণিতে দেশসেরা প্রথম স্থান অধিকার করে।
রাইসা বাবুল পিউর পিতা বাবুল হোসেন একজন প্রবাসী ও প্যারামেডিকেল ডাক্তার, এবং মাতা রুমানা খাতুন একজন বেসরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে।
রাইসার এই অসাধারণ সাফল্যে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী গর্বিত। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই ছোট্ট মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে সবাই আশাবাদী।