মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটি বাগেরহাট এর উদ্যোগে ‘বিনা খরচে নিন আইনী সহায়তা, বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জিলবুনিয়া-কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে এক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারটায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার বাগেরহাট ইব্রাহিম খলিল মুহিত। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা প্রমুখ।
সভাশেষে আমেরিকা প্রবাসী রাসেল আবেদীন এর অর্থায়নে স্কুল আঙ্গিনায় নির্মিত একটি শহিদ মিনার সভার সভাপতি ইউএনও মো. নাজমুল ইসলাম উদ্বোধন করেন।