Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে দক্ষতা উন্নয়ন  কর্মসূচির সমাপনি সভা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৮:৫৭:২৩ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। শুরুতে স্বাগত বক্তৃতা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি হেলাল উদ্দিন।

সভায় ব্র্যাক রিজিওনাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বণিক সমিতির প্রতিনিধি, মিডিয়া পারসন এবং প্রশিক্ষণার্থীরা অংশ গ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শেখ সোবহান। সহযোগিতায় ছিলেন কর্মসূচি সংগঠক দাকোপ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারীরা যেন হারিয়ে না যায় সে জন্য তাদের নিয়মিত ফলোআপের মাধ্যমে এগিয়ে নেয়ার আহবান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)