নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করলে অফিসের কর্মকর্তা, কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নতুন চেয়ারম্যানের যোগদান ও নব্য বিদায়ী চেয়ারমানের বিদায় উপলক্ষে অফিসের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম বলেছেন, আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। কোনো ব্যক্তি অফিসে সেবা নিতে আসলে তাকে সেবা দেয়া হবে। কেউ সেবা নিতে এসে দুর্ভোগে পড়বে না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
বোর্ডের সচিব প্রফেসর মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান প্রফেসর খোন্দকার কামাল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কামরুজ্জামান, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক, সেকশন অফিসার আব্দুল মমিন, সেকশন অফিসার রাইদুল ইসলাম, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান। এ সময় উপপরিচালক (হিওনি) রফিকুর রহমান, উপপরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী, ক্রীড়া অফিসার আফম আশাফুদ্দৌলা টিটো, এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদ রাকিব হাসান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান ও সেকশন অফিসার নাসিরুজ্জামান ।