Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে জুলাই বিপ্লবের গ্রাফিতিতে জয় বাংলা স্লোগানের চিকা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৯:৪৭ পিএম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : গত ৫ আগস্ট মাগুরার মহম্মদপুরে জুলাই বিপ্লবের আঁকা গ্রাফিতিতে জয়বাংলা স্লোগান লিখে দেয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জানান, রাতের আঁধারে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে আঁকা গ্রাফিতিতে জয়বাংলা চিকা লিখে রাখে। এই ঘটনায় জড়িতদের দ্রæত আটক করার দাবি জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাওফিক কামাল অভি বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দেয়ালে ওই জয় বাংলা লিখন কালো রং দিয়ে ঢেকে দেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, রাতের আঁধারে জুলাই বিপ্লবের গ্রাফিতে যারা জয় বাংলা লিখেছেন তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রæত গ্রেপ্তার করার অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)