মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর উদ্যোগে শিশু শ্রম নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মিলীতা সরকার। আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো সাইফুল আলম, প্রেস ক্লাব সাবেক সভাপতি মো. মশিউর রহমান মাসুম, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম,শামিম আহসান মল্লিক, কমিশনার আজিজুর রহমান মিলন প্রমুখ।