নিজস্ব প্রতিবেদক : কিশোরকন্ঠ ফাউন্ডেশনে যশোরের মেধাবৃত্তি পরীক্ষার-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মেধা তালিকায় ২০ ও সাধারণ তালিকায় ৩০ জন উর্ত্তীণ হয়েছে। চলতি বছরের ফেব্রæয়ারিতে ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।
মেধাতালিকায় ৪র্থ শ্রেণীতে- ২৪৪০০৬,২৪৪০৬৮, ২৪৪০৬৯, ২৪৪০৮৯, ২৪৪০৯৬, ২৪৪৬০৪। ৫ম শ্রেণীতে-২৪৫০৬৭, ২৪৫০৮৪, ২৪৫৬০৪ ।৬ষ্ঠ শ্রেণীতে-২৪৬০৭০, ২৪৬৫৩৪। ৭ শ্রেণীতে- ২৪৭৫০৫, ২৪৭০৫৬, ২৪৭৫৫৭। ৮ম শ্রেণীতে-২৪৮০২৩, ২৪৮৫০৬। ৯ম শ্রেণীতে-২৪৯৫০৩, ২৪৯৫৫৮ ও ১০ম শ্রেণীতে-২৪১০০১, ২৪১০০৬ উর্ত্তীণ হয়েছে।
এছাড়া, সাধারণ গ্রেডে ৪র্থ শ্রেণীতে ২৪৪০০৮, ২৪৪০১১, ২৪৪০১২, ২৪৪০২১, ২৪৪০৩৭, ২৪৪০৪০, ২৪৪০৭৯, ২৪৪০৯০, ২৪৪১৩৭, ২৪৪৫১২, ২৪৪৫৫৮, ২৪৪৬১৫। ৫ শ্রেণীতে ২৪৫৬০৩, ২৪৫০৫০, ২৪৫০৬৬, ২৪৫০৭৩, ২৪৪৫২৫, ২৪৫৫৭৫, ২৪৫৬০৬। ৬ষ্ঠ শ্রেণীতে- ২৪৬০৩১, ২৪৬৫৪৪, ২৪৬৫৭৯। ৭ শ্রেণীতে-২৪৭০০৭, ২৪৭০০৮, ২৪৭০৫২, ২৪৭০৫৩, ২৪৭৫৫৬, ২৪৭৫৩৫। ৮ম শ্রেণীতে-২৪৮০১৯, ২৪৮০২০, ২৪৮০২১, ২৪৮৫০৭। ৯ম শ্রেণীতে- ২৪৯০০৫, ২৭৯৫০৭, ২৪৯৫৫৯ ও ১০ম শ্রেণীতে-২৪১০৮১ উর্ত্তীণ হয়েছে।
গত ১৩ ডিসেম্বর যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ পরীক্ষায় যশোর সদরের ৪র্থ শ্রেনী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ভিন্নি স্কুল ও মাদরাসার ১০৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান চারটি বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।