Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবি কেন্দ্রে কুয়েটের ভর্তি পরীক্ষা

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৮:২০:৩০ এম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি এবং বিআর্ক কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত খুুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটে এ পরীক্ষা হয়। এ কেন্দ্রে মোট ৬ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতি হার ছিল মোট শিক্ষার্থীর ৯২.১২ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়টির তিনটি একাডেমিক ভবন এবং রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।
এছাড়াও পরীক্ষা চলাকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম পরীক্ষার হল ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় কুয়েটের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূণ পরিবেশ দেখে তারাও সন্তোষ প্রকাশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)