সাতক্ষীরা প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর ৬ মাস আইনি লড়াইয়ের পর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা.আ.ফ,ম রুহুল হকের দায়ের করা ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক মোঃ বিল্লাল হোসেন জনার্কীণ আদালতে যুক্তি তর্ক শেষে মামলাটি খারিজ করে দেন।
মামলাটির বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. গোলাম মোস্তফা। এ সময় তার সহযোগী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাড. আজহার হোসেন ও অ্যাড. আরিফুর রহমান আলো।
মামলার নথিসুত্রে ও মামলার বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. গোলাম মোস্তফা জানান, গত ২০১৪ সালের ৩ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা’ “সাতক্ষীরাকে দেশ বিচ্ছিন্ন করেছিলেন রুহুল হক” শীর্ষক শিরোনামে তৎকালিন সাতক্ষীরা-৩ আসনের এমপি স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের মধ্যে তার স্বাস্থ্য খাতের লুটপাট, ব্যাপক অনিয়ম, দুর্নীতিসহ তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং লাখ লাখ টাকা চাকুরি বাণিজ্যের খবর প্রকাশিত হয়। একই সাথে দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন এবং দলীয় কর্মসূচিতে না থেকে ঢাকায় অবস্থানসহ সাতক্ষীরার রাজনৈতিক সহিংষতা ও দেশ থেকে সাতক্ষীরা জেলা বিচ্ছিন্নের খবর বেরিয়ে আসে। এ ঘটনার পর দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদের পাহাড় তৈরী এবং সম্পদের তথ্য গোপন করে তথ্য বিবরণীতে তার সম্পদের নয় ছয় এর অভিযোগে মামলা দায়ের হয়। এই মামলা থেকে বাঁচতে তিনি ২০১৪ সালের ২ জুন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তৎকালিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও পত্রিকাটির সাতক্ষীরা প্রতিনিধি (সংবাদদাতা) মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালত-২এ ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। এই মামলার বিবাদী পত্রিকাটির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনি বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করে নিউজের স্বপক্ষে আদালতে জবাব দাখিল করেন।
অপরদিকে দুদকে দায়ের হওয়া মামলায় তিনি বিগত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী হওয়ায় তার বোন শেখ রেহেনা ও তৎকালিন দুদক চেয়ারম্যানকে ম্যানেজ জরে রেহায় পান ড.ঃ রুহুল হক ।
২০১৪ সালের ২ জুন রুহুল হকের সাতক্ষীরা আদালতে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ নিয়ে তিনি মামলাটি দীর্ঘ দিন পরিচালনা করে আসছিল। মামলার নথিতে ডাঃ রুহুল হক কর্তৃক তার নামে কোন পাওয়ার নামা না থাকলেও বাদি ডা. রুহুল হকের পক্ষে জোর পূর্বক জিপির ক্ষমতা দেখিয়ে আইন বহির্ভুতভাবে প্রভাব খাটিয়ে মামলায় জবানবন্দি থেকে শুরু করে হয়রানি করে আসছিল।
৬ জানুয়ারি সোমবার মামলার দিন ধার্য্য থাকায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালতে বিচারক হয়রানিমূলক মামলাটি খারিজ করে দেন।