দাকোপ প্রতিনিধি: দাকোপ উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি চালনা পৌরসভার প্রথম পৌর প্রশাসক আবুল খায়ের খাঁনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা হেড কোয়ার্টার মসজিদ চত্বরে চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান ও পৌর সদস্য সচিব আলামিন সানার যৌথ পরিচালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ আমির এজাজ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা নেতা জাফরী নেওয়াজ চন্দন, জি এম রফিকুল হাসান।
সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপিনেতা শেখ শাকিল আহমেদ দিলু বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মরহুম আবুল খায়ের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। এরপর তার পরিবারের সদস্যদের সাথে সবাই কথা বলেন।