Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর শিক্ষা বোর্ড

২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবদের প্রতি ১৪ নির্দেশনা

এখন সময়: শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৮:৩৮:১০ পিএম

মিরাজুল কবীর টিটো: যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবদের প্রতি ১৪টি নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন সাক্ষরিত চিঠিতে পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে, কেন্দ্র সচিবদের দায়িত্ব কি সেটা উল্লেখ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ১০ এপ্রিল।

বোর্ডের দেয়া ১৪টি নির্দেশনাবলী হচ্ছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে  পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে বহু নির্বাচনী  ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীগণ  তাদের প্রবেশপত্র  নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা , স্বাস্থ্য বিজ্ঞান  ও খেলাধুলা (বিষয় কোড ১৪৭ ) এবং  ক্যারিয়ার শিক্ষা (বিষয় কোড ১৪৫ ) বিষয় সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে  ধারাবাহিক  মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর  শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট  কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র  ব্যবহারিক পরীক্ষার নম্বরের  সাথে ধারাবাহিক মূল্যায়নের  প্রাপ্ত নম্বর বোর্ডের  ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীগণ তাদের  নিজ নিজ উত্তর পত্রের   ওএমআর ফরমে তার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি  যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই  উত্তর পত্র ভাঁজ করা যাবে না।  পরীক্ষার্থীকে রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক  অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল  নিবন্ধন পত্রে বর্ণিত  বিষয়সমূহের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।  কোন পরীক্ষার্থীর পরীক্ষা তার নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।  পরীক্ষার্থী স্থানান্তরের  মাধ্যমে আসন বিনাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায়  সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর  ব্যবহার করতে পারবে।  প্রোগ্রামিং  ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।  কেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া কোন ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক  পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।  ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার  জন্য অনলাইনে  এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)