Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রূপসায় লকডাউনে জরিমানা ৪ হাজার ৪শ’ টাকা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:০১:৫৩ পিএম

রূপসা প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম রূপসার আলাইপুর বাজার,পালেরহাট বাজার, আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ও আমতলা হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ৩ জনের বিরুদ্ধে ৩ টি মামলায় ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন। অপরদিকে শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ রূপসা উপজেলার শিয়ালী বাজার, আলাইপুর বাজার, ডোবা বাজার, রূপসা সেতু এবং রূপসা ঘাট এলাকায় লকডাউন কালীন ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৮ জনকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন কামরুল আলম, রূপসা থানা অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেনসহ সেনাবাহিনীর ও পুলিশ সদস্যের পৃথক পৃথক  টিম। এদিকে সেনাবাহিনীর সদস্যরা রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়ায় জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে অনেক অসাধু দোকানি পুলিশ এবং সেনাবাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দোকান খোলা রেখেছেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)