Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় চিংড়িতে পুশ করায় ১ লাখ টাকা জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৬:২১:১৯ এম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় গাজীরহাট মৎস্য সেডের আড়ত থেকে বৃহষ্পতিবারে দুপুরে চিংড়িতে পুশ করার সময় পুশ করার যন্ত্রপাতিসহ আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি উপজেলার দেবিশহর গ্রামের হাসান আলীর ছেলে এবং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় পুশকৃত ২৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ থানার পুলিশ ফোর্স নির্বাহী অফিসারের সাথে ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ চিংড়ি আগুনে জ্বালিয়ে দেয়া হয় এবং আটক অসাধু ব্যবসায়ী আলমগীরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার পারুলিয়া মৎস্য সেড থেকে ৩ মণ পুশকৃত চিংড়িসহ ২ জনকে আটক করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)