কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক স্পন্দনের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯ বর্ষে পদার্পণের এ দিনে বুধবার কলারোয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক স্পন্দনের কলারোয়া প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলি, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কাজী সিরাজুর রহমান, আসাদুজ্জামান আসাদ, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদপত্র জগতের নির্ভরতা ও বস্তুনিষ্ঠতার প্রতীক হয়ে উঠছে দৈনিক স্পন্দন। তারা পত্রিকার উত্তরোত্তর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।