Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রস্তুতি ম্যাচে মাগুরাকে হারালো যশোর জেলা দল

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৩৫:২৬ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে যশোর অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। রোববারের ম্যাচে যশোর ২৭ রানের ব্যবধানে পরাজিত করে মাগুরা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে। মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে যশোর জেলা দল। ৩৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করে তারা। এ রানের মধ্যে সিয়াম ৫৮ ও সাদী ৪১ রান করেন। জবাবে, ১৩৬ রানে অলআউট হয়ে যায় মাগুরা জেলা দল। যশোর জেলা দলের সৈকত মল্লিক ৩ টি, জিহাদ ২ টি এবং রাহাত ও সাদমান উভয়ে একটি করে উইকেট পান। আগামী বুধবার (২৭ নভেম্বর) যশোর জেলা দল আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নড়াইল জেলা দলের সাথে। উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে শুরু হবে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮  ক্রিকেট প্রতিযোগিতা। যশোর জেলা দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। তারই অংশ হিসেবে এ প্রস্তুতি ম্যাচ খেলছে যশোর জেলা দল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)