নিজস্ব প্রতিবেদক: যশোরের খোলাডাঙ্গায় জামায়াত নেতা ও স্যানেটারি ব্যবসায়ী আমিনুল ইসলাম সজল (৪৩) হত্যা মামলার প্রধান আসামি স্মরণকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের শরণখোলা থেকে তাকে আটক করেছে। স্মরণ খোলাডাঙ্গা এলাকার টোকনের ছেলে।
র্যাব জানিয়েছে, স্মরণ বাগেরহাটের শরণখোলা এলাকায় পালিয়ে ছিলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়েছে। সে ব্যবসায়ী ও জামায়াত নেতা সজল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও কিলার।
এই নিয়ে জামায়াত নেতা সজল হত্যা মামলার ৩ আসামিকে আটক করা হলো। এর আগে যশোর ডিবি পুলিশের হাতে খোলাডাঙ্গা সরকারি ক্লিনিকের সামনে আবুল বাশার বাবুর বাড়ির ভাড়াটিয়া আছাবুর রহমান হাবিবের ছেলে সাদমান রহমান সাকিন (১৯), খোলাডাঙ্গা মফিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে আল আমিন হোসেন (১৮) আটক হয়। তারা পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে।
গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে দোকানের বেচাকেনা করে এশার নামাজ আদায়ের জন্য বের হন সজল। সার গোডাউনের পেছনের আইয়ুব গাজীর বাড়ির সামনে পৌঁছালে স্মরণসহ ১৩/১৪জন তার পথ আগলে ধরে। এরপর কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।