Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বিবর্তনের ৩৫ বছরে পা

যশোরে নাট্যমেলার প্রথমদিনে ৫ নাটক মঞ্চস্থ

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৭:০৫:১৮ পিএম

 

 

নিজস্ব প্রতিবেদক : পঁয়ত্রিশে পা রাখলো যশোরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর। শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠার দিনটিকে উদযাপন উপলক্ষে  টাউন হল মাঠে আয়োজন করা হয় দুই দিনব্যাপী নাট্যমেলা। নাট্যমেলায় দুইদিনে ১০টি নাটক মঞ্চস্থ হবে। প্রথমদিনে মঞ্চস্থ হয় ৫টি নাটক।

এদিন সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তন যশোরের সভাপতিত্ব করেন নওরোজ আলম খান চপল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বিশিষ্ট নাট্যজন ফয়েজ জহির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাচ্যনাট্য স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের অ্যাকাডেমিক ডিরেক্টর শহীদুল মামুন, নাট্যমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা ইয়াসিন আলী, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু।

বাউল সাধক লালন ফকিরের মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি.. গানের মর্মবাণীকে ধারণ করে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মোমবাতি প্রজ্বালন করে নাট্যমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বিবর্তন আর্ট ও আবৃত্তি স্কুলের শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে।

এরপরে মঞ্চস্থ হয় থিয়েটার ক্যানভাস যশোরের নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’, বিবর্তন যশোরের পাইচো চোরের কিচ্ছা, ব্যঞ্জন থিয়েটারের নাটক শ্রেষ্ঠার মানুষ যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের নাটক মধু মিলন ও প্রত্যয় থিয়েটার মানবতার শহর মঞ্চস্থ হয়।

আজ  শনিবার  উৎসবের দ্বিতীয় দিন  ডায়মন্ড ক্লাবের নাটক এজাহার তির্যক যশোরের  নাটক  ইদারা বিবর্তন যশোরের নাটক তোতারাম প্রত্যয় থিয়েটারের নাটক মানবতার শহর এবং শেকড় যশোরের নাটক ‘পাওনাগন্ডা মঞ্চস্থ হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)