মোংলা প্রতিনিধি: সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় বেড়ে চলছে। আশার আলো হিসেবে দেখছেন পরিবেশবিদরা। সর্বশেষ শুমারির তথ্য অনুয়ায়ী, বর্তমানে সেখানে আগের তুলনায় ১১ বাঘ বেড়ে এর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫। এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। পরিবেশবিদরা বিষয়টি দেখছেন ইতিবাচক হিসেবে। এর আগে ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী ১০৬, ২০১৮ সালের বাঘশুমারি অনুযায়ী ১১৪ বাঘ রয়েছে। জরিপে নতুন করে ২১ বাঘের শাবকের ছবি পাওয়া গেছে। ২০১৪ ও ২০১৮ সালে মাত্র ৫ বাঘ শাবকের ছবি পাওয়া গিয়েছিল।
সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং এর মাধ্যমে ৩য় পর্যায়ে বাঘ জরিপ সম্পূর্ণ সরকারি অর্থায়নে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০২৪ সালের মার্চ মাসে শেষ হয়। বাঘ জরিপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে চার ব্লকে ৬০৫ গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়।
৪ বর্গকিলোমিটার আয়তনের প্রতিটি গ্রিডে বাঘের গতিপথ, বিচরণ, অবস্থান ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে ২ ক্যামেরা স্থাপন করা হয়। ৬০৫ গ্রিডে পর্যায়ক্রমে ১ হাজার ২১০ ক্যামেরা ৩১৮ দিন রেখে দেয়া হয় এবং ৩৬৮ গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায়।
১০ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় ৭ হাজার ২৯৭। এত বিপুল সংখ্যক বাঘের ছবি ইতোপূর্বে পাওয়া যায়নি।
এছাড়া জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণের পর ভারত, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতামত গ্রহণ করা হয়। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫ পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে চারটি ব্লকে ৬০৫ গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়।