Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৫ মহিষের মৃত্যু

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ১০:৩০:১৫ পিএম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ফকিরহাট উপজেলার সুকদাড়ার দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে হঠাৎ ১৫ মহিষ মারা গেছে। এছাড়া অন্তত ৮টি মহিষ অসুস্থ রয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষ ধারণা বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বিভাগ জানান, এখানে মোট মহিষের সংখ্যা ছিল ৪৩৭। এর মধ্যে ১৫ মহিষ মারা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। বেলা ১১টার দিকে ১৫ মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।  তবে কি কারণে মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ। 

এদিকে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে গিয়ে দেখা গেছে, মৃত মহিষগুলো মাঠের যেখানে সেখানে পড়ে আছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, মহিষ মৃত্যুর খবর জেনে তারা খামারে এসে দেখেন ১৫ মহিষ মারা গেছে। এসময় তারা অভিযোগ করেন, অস্বাস্থ্যকর খাবার ও যত্নের উদাসীনতায় মহিষগুলোর এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব প্রামানিক জানান, তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন হঠাৎ রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেড বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারণে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে।

বাগেরহাট জেলা ভেটেরিনারী ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান,  মৃত মহিষের ময়না তদন্ত করে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর প্রতিবেদন আসলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বাগরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)