আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার কৃতিসন্তান প্রবাসী আঃ মান্নান রতনের পক্ষে মনির হাসান মিন্টু এক সংবাদ সম্মেলন করেছেন। গতকাল এক লিখিত বক্তব্যে মিন্টু সাংবাদিকদের উপস্থিতিতে মূল বিষয়টি অবগত করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, আঃ মান্নান রতন ১৯৯২ সালের ১৩ জুলাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জেলা নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে গংগাবর্ধিত খালের উভয় পাড় মোট ১৪৩০০ ফুট=৪.৩৫ বর্গকিলোমিটার জমির উপর সরকারি বনায়ন কর্মসূচির আওতায় লীজ গ্রহণ করেন। এবং এলাকার হতদরিদ্র মানুষদের সাথে নিয়ে একটি সমিতির মাধ্যমে ভিভিন্ন প্রকার গাছ লাগিয়ে রক্ষণাবেক্ষন ও লীজ নবায়ন করে আসছেন। এত বছরে গাছগুলি মোটা ও বিক্রির যোগ্য হয়ে উঠেছে। যা রক্ষণাবেক্ষনকারী দরিদ্র মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। হয়ত সরকারি নিয়ম মেনে গাছগুলি বিক্রি করলে কিছু আর্থিক সহায়তা পাবে। কিন্তু গত ১০/১২ দিনে কিছু দুর্বৃত্ত বনায়ন সমিতির লোকজনকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দেখিয়ে অন্তত ৫০ টি গাছ কেটে নিয়েছে।
এ বিষয় আলমডাঙ্গা থানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জেলা নির্বাহী প্রকৌশলী ও ক্যাম্প কমান্ডার টিটিসি চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পে অভিযোগ করা হয়েছে। কিস্তু কোনো সংস্থা থেকেই কোনো ব্যাবস্থা গ্রহণ না করায় আমি হতাশ। এদিকে দুর্বৃত্তরা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে।